অফিস যাত্রীদের বাড়ি ফেরাতে শনিবার বিকেল থেকে ১০০ টি অতিরিক্ত বাস নামাল নবান্ন

0
1

আগামিকাল থেকে রাজ্যে ১৫ দিনের লকডাউন (lockdown in West Bengal) । আর লকডাউন ঘোষণা হতেই বাড়ি ফেরার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে অন্যান্য জেলা এবং রাজ্যের বাসিন্দাদের মধ্যে। সবাইকেই আজ রাতের মধ্যেই কলকাতা থেকে শহরতলি বা অন্য রাজ্যে ফিরতে হবে । কারণ কাল সকাল ছটা থেকে লকডাউন বিধি চালু হয়ে যাবে । স্বাভাবিকভাবেই মহানগরের (from Kolkata to other district)প্রতিটি বাস-ট্যাক্সি এবং অটো স্ট্যান্ডে ভিড় উপচে পড়ছে। এমনটা যে হতে চলেছে, সেই অনুমান ছিলই রাজ্য সরকারের(nabanna)। তাই এই পরিস্থিতি মোকাবিলায় নবান্ন শনিবার সন্ধ্যা থেকে ১০০ টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।নবান্ন সূত্রে খবর, ১০০ টি অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। হাওড়া স্টেশন থেকে এই বাসগুলি ছাড়বে। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এই বাসগুলি যাবে। এর পাশাপাশি বেসরকারি সংগঠনকেও আপাতত কয়েকটি অতিরিক্ত বাস চালাতে বলা হয়েছে।