ভ্যাকসিন (Vaccine) নিতে গিয়ে হয়রানির অভিযোগ কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জ হাসপাতালে। হাসপাতালের সুপারের (Super) ঘরে সামনে বিক্ষোভ দেখানো হয়৷ প্রথম ডোজের ভ্যাকসিন নিতে এসেছিলেন অনেকে। তবে তাঁদের জানানো হয় ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের যদি ভ্যাকসিন নিতে হয় তবে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে৷ সেই ফর্মে চিকিৎসকের সই লাগবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিকিৎসকদের সই নিতে গিয়েই হয়রানি হতে হয় বলে অভিযোগ৷ অনেকেই নানা রোগে অসুস্থ। করোনা পরিস্থিতিতে তাঁরা তুফানগঞ্জ হাসপাতালে গিয়েছিলেন ভ্যাকসিন নিতে৷ তবে ওই ফর্মে (Form) সই করতে রাজি হননি তুফানগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা। এমনটাই অভিযোগ ভ্যাকসিন নিতে আসা তুফানগঞ্জের বাসিন্দাদের।
আরও পড়ুন-গঙ্গায় ভেসে আসতে পারে মৃতদেহ: আশঙ্কা-গুজবে মাছের দর তলানিতে, বিপাকে মালদহের ব্যবসায়ীরা
তাঁরা বলেন, সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এর পর ফর্ম হাতে দেওয়া হয় তাঁদের। সেই ফর্মে চিকিৎসকদের সই না থাকলে তা গ্রহণ করা হবে না বলেই দাবি করেন স্বাস্থ্যকর্মীরা৷ তাই ভ্যাকসিন পেতে সেই নির্দেশ মেনে ফর্মে চিকিৎসকদের সই করাতে ব্যস্ত হয়ে পরেন। তবে সকলে মিলে ছুটোছুটি করেও কোনো চিকিৎসক সই করতে রাজি হননি বলে অভিযোগ। সমস্যা আলোচনা করে মেটানোর আশ্বাস দেন তুফানগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ৷









































































































































