মাত্র ৪১ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সে, ১৮ পয়েন্ট নামল নিফটি

0
2

?সেনসেক্স ৪৮,৭৩২.৫৫ (⬆️ +০.০৯%)

?নিফটি ১৪,৬৭৭.৮০ (⬇️ -০.১৩%)

করোনা পরিস্থিতির মাঝেও গত কয়েকদিন ধরে একটানা ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। শুক্রবার সেই ধারায় কিছুটা ছেদ পড়লেও উন্নতির অবস্থান ধরে রাখল দেশের শেয়ারবাজার। এদিন মাত্র ৪১ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্সের সূচক অন্যদিকে মাত্র ১৮ পয়েন্ট পতন ঘটেছে নিফটির। অবশ্য এই সামান্য উত্থান-পতনকে খুব বিশেষ গায়ে মাখতে রাজি নন বিনিয়োগকারীরা। দিনের শেষে মোটকথা সুখেই রয়েছে শেয়ারবাজার।

বাজার খোলার পর শুক্রবার সকাল থেকেই চড়তে শুরু করে সেনসেক্সের সূচক। ফলে খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এদিন বিএসই সেনসেক্স (BSE Sensex) মাত্র ৪১.৭৫ পয়েন্ট বা ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮,৭৩২.৫৫।

আরও পড়ুন:হাসপাতালেই কোভিড রোগীকে ধর্ষণ, মারা গেলেন আক্রান্ত মহিলা

সেনসেক্স মাত্র ৪১ পয়েন্ট বাড়লেও নিফটির অবশ্য সে সৌভাগ্য ছিল না। শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। পরে অবশ্য তাতে পতন ঘটে। দিনের শেষে রিপোর্ট অনুযায়ী, শুক্রবার -১৮ পয়েন্ট বা -০.১৩ শতাংশ পতনের পর নিফটি পৌঁছয় ১৪,৬৭৭.৮০। রিপোর্ট বলছে, ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল, আইটি সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে এদিন।

Advt