গাড়ি নিয়ে গোয়ার উদ্দেশে রওনা দেওয়া পৃথ্বী শাহকে আটকাল পুলিশ

0
1

পৃথ্বী শাহকে( prithvi shah) আটকাল মুম্বই পুলিশ। গাড়ি নিয়ে মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে পৃথ্বীকে আটকাল পুলিশ। লকডাউনে কোনও অনুমতি ছাড়াই গাড়ি নিয়ে গোয়ার উদ্দেশে রওনা দেন পৃথ্বী। সেই কারণেই পৃথ্বী শাহকে আটকায় পুলিশ।

করোনার ( corona)প্রকোপ বেড়ে যাওয়া মহারাষ্ট্রে লকডাউন চলছে। এরই মধ‍্যে বৃহস্পতিবার সকালে বন্ধুদের সঙ্গে মুম্বই থেকে গাড়ি নিয়ে গোয়া যাচ্ছিলেন পৃথ্বী। অম্বোলি দিয়ে যাওয়ার সময় পৃথ্বীর গাড়ি আটকায় পুলিশ। এরপর গাড়িতে থাকা পৃথ্বী শাহ এবং তাঁর বন্ধুদের স্বাস্থ্য পরীক্ষা করে পুলিশ। অম্বোলি থেকেই নেটের মাধ্যমে অনুমতি পত্রের জন্য আবেদন করেন পৃথ্বী। অবশেষে অনুমতি পেয়েও যান তিনি। নিজের মুঠোফোনে সেই অনুমতি পত্র দেখিয়ে গোয়ার উদ্দেশে রওনা হয়ে যান পৃথ্বী।

আরও পড়ুন:মহামেডানের কোচ হতে চলেছেন আন্দ্রে ক্রেনসোভ

Advt