বেনজির, নিয়ন্ত্রণ হারিয়ে ফলতায় হুগলি নদীর পাড়ে উঠল জাহাজ!

0
2

কলকাতা বন্দরে আসতে গিয়ে এরকম দুর্ঘটনার মুখে পড়তে হবে ভাবেনি জাহাজের ক্যাপ্টেন। নিয়ন্ত্রণ হারিয়ে ফলতায় (Falta) হুগলি নদীর পাড়ে ধাক্কা দিল একটি জাহাজ। সিঙ্গাপুর থেকে আসছিল ‘কোটা রাজন’ নামে এই জাহাজটি। হলদিয়া বন্দর থেকে বেশ কয়েকটি কন্টেনার নিয়ে সেটি আজ শুক্রবার কলকাতা বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সটান হুগলি নদীর পাড়ে উঠে যায়। আর এই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।

জাহাজের যারা নাবিক এবং কর্মী ছিলেন তাদের চিৎকারে স্থানীয়রা উপস্থিত হলেও তাদের পক্ষে জাহাজটিকে ফের জলে নামানো সম্ভব ছিল না।

এমনকি পোর্ট ট্রাস্টের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও ঘন্টা চারেকের চেষ্টাতেও জাহাজটিকে নদীর পাড় থেকে জলে নামানো সম্ভব হয়নি।

Advt