হাসপাতালেই কোভিড রোগীকে ধর্ষণ, মারা গেলেন আক্রান্ত মহিলা

0
2

হাসপাতালের মধ্যেই ধর্ষিত হলেন কোভিড আক্রান্ত এক মহিলা। হাসপাতালে কর্মরত এক পুরুষ নার্সই ওই মহিলাকে ধর্ষণ করে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভেন্টিলেশনে রেখেো বাঁচানো যায়নি তাঁকে। সেদিনই তাঁর মৃত্যু হয়।  ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হয়ে ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন  ৪৩ বছরের কোভিড আক্রান্ত ওই মহিলা। গত ৬ এপ্রিল ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তিনি। এক চিকিৎসকের দেওয়া বিবৃতিতে অভিযুক্তকে চিহ্নিতও করেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। এরপর নিশতপুর থানায় ফের অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে (সন্তোষ আহিরওয়ার) বৃহস্পতিবার গ্রেফতার করে পুরো বিষয়টি প্রকাশ্যে আনে পুলিশ।

পুলিশের এক আধিকারিক জানান, এতদিন গোপনেই চলছিল তদন্ত। ধর্ষিতা ঘটনাটিকে প্রকাশ্যে না আনার অনুরোধ করেন। কিন্তু সংবাদমাধ্যমের তৎপরতায় বিষয়টি প্রকাশ্যে আসে।

Advt