গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনার বলি ৪ হাজার, তবে দৈনিক সংক্রমণ কমলো সামান্য

0
2

দেশজুড়ে করোনার (Corona) ভয়ঙ্কর পরিস্থিতিতেও কিছুটা স্বস্তির খবর। সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণের চেয়ে বাড়ল দৈনিক সুস্থতার হার। একইসঙ্গে গতকালের তুলনায় কিছুটা হলেও কমল আক্রান্তের সংখ্যাটাও।

গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৭৭৬ জন। অন্যদিকে, এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার রোগীর। এটিও আগের ২৪ ঘন্টার চেয়ে সামান্য হলেও কম। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

আরও পড়ুন-আউটলুকের প্রচ্ছদ: ৭ বছর বয়সী “নিখোঁজ” সরকারকে গরুখোঁজা খুঁজছে ভারতবাসী!

সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৪০ লক্ষ ৪৬ হাজার ৮০৯ জন। মারণ ভাইরাসের বলি হয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ৩১৭ জন করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭৯ হাজার ৫৯৯ জন। বর্তমানে ৩৭ লক্ষেরও বেশি মানুষ চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে এ পর্যন্ত মোট ১৭ কোটি ৯২ লক্ষ ৯৮ হাজার ৫৮৪ জন দেশবাসী করোনার টিকা নিয়ে ফেলেছেন।

Advt