মহামেডানের কোচ হতে চলেছেন আন্দ্রে ক্রেনসোভ

0
4

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan sporting club)কোচ হতে চলেছেন রুশ প্রশিক্ষক আন্দ্রে ক্রেনসোভ(Andrey Chernyshov )। আগামী মরশুমের জন‍্য তাঁকে দায়িত্ব তুলে দিতে চলেছে সাদা-কালো শিবির। এমনটাই জানা যাচ্ছে ক্লাবের তরফ থেকে। মহামেডানের দায়িত্ব নিয়ে দলকে ট্রফি এনে দিতে মরিয়া ক্রেনসোভ।

মহামেডানের দায়িত্ব নেওয়ার আগে রাশিয়ার ক্লাব এফসি স্পার্টাক, এফসি ডায়নামো, রাশিয়ার অনুর্ধ্ব ২১ দল এবং সিনিয়র জাতীয় দলের হয়েও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন  ক্রেনসোভ। সাদা-কালো ব্রিগেডের দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় ফুটবল সম্পর্কে খোঁজখবর নেন তিনি। আইলিগ, আইএসএলের কয়েকজন কোচের সঙ্গে কথা বলেছেন ভারতীয় ফুটবল সম্পর্কে জানার জন‍্য। শুধু কোচিং নয়। ডায়নামো মস্কো, বিএসভির হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলার অভিজ্ঞতাও রয়েছে ক্রেনসোভের।

গতমরশুমে জোসে হাবিয়াকে কোচ করে এনেছিল মহামেডান ক্লাব। তবে সাফল‍্য না পাওয়ায় মরশুমের মাঝপথে দায়িত্ব তুলে দেওয়া হয় শঙ্করলাল চক্রবর্তীর হাতে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt