করোনায় আক্রান্ত হলেন যুজবেন্দ্র চ‍্যাহালের বাবা এবং মা

0
1

করোনায় ( corona) আক্রান্ত হলেন যুজবেন্দ্র চ‍্যাহালের (yuzvendra chahal) বাবা এবং মা। কিছু উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি করানো হয় চ‍্যাহেলের বাবা কে কে চ‍্যাহালকে( k k chahal)। তবে বাড়িতে থেকেই চিকিৎসা চলছে যুজবেন্দ্রের মা সুনিতা দেবির( sunita devi)। বৃহস্পতিবার চ‍্যাহালের বাবা ও মায়ের করোনায় আক্রান্ত হওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন চ‍্যাহালের স্ত্রী ধনশ্রী ভর্মা।

এদিন তিনি ইনস্টাগ্রামে লেখেন, “আমার শ্বশুর-শাশুড়ি দুজনেরই করোনার উপসর্গ ছিল। রিপোর্ট পজিটিভ। আমি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে ভয়াবহ অবস্থা দেখলাম। আমরা সব ধরনের সতর্কতা মেনে চলছিলাম। তাও আক্রান্ত হতে হলেন ওনারা। সকলে বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকার চেষ্টা করুন ও পরিবারের যত্ন নিন।”

আরও পড়ুন:করোনার টিকা নিলেন ঋষভ পন্থ

Advt