করোনার টিকা নিলেন ঋষভ পন্থ

0
1

বিরাট কোহলি( Virat kohli), অজিঙ্কে রাহানে( ajinkya rahane) , যশপ্রীত বুমরাহের(jasprit bumrah) পর এবার করোনার টিকা ( corona vaccine ) নিলেন ঋষভ পন্থ( rishav pant)। বৃহস্পতিবার টিকা নিলেন তিনি। টুইটারে নিজেই টিকা নেওয়ার ছবি পোস্ট করলেন পন্থ।

এদিন টুইটারে পন্থ লিখেন,” প্রতিষেধক নেওয়া হয়ে গেল। প্রথম ডোজ নিলাম। যাঁরা টিকা নেওয়ার যোগ্য, তাঁরা দ্রুত টিকা নিয়ে নিন। যত দ্রুত আমরা টিকা নেব তত তাড়াতাড়ি এই ভাইরাসকে হারানো যাবে।”

২ জুন ইংল‍্যান্ড সফরে উড়ে যাবে ভারতীয় দল। তার আগে দলের সকলকে টিকা নেওয়ার কথা জানিয়েছে বিসিসিআই। এদিকে ২ জুন ইংল‍্যান্ড যাওয়ার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবে বিরাট বাহিনী। এই ১৪ দিনে এর মধ্যে প্রতিদিনই কোভিড পরীক্ষা করা হবে ক্রিকেটারদের।

আরও পড়ুন:আইসিসির টেস্ট র‍্যাঙ্কিএ শীর্ষে ভারতীয় দল

Advt