আইসিসির টেস্ট র‍্যাঙ্কিএ শীর্ষে ভারতীয় দল

0
1

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিএ( icc test ranking) শীর্ষ স্থানে ভারতীয় দল( india team)। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং এ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে পৌঁছে গেল বিরাট কোহলির( virat kohli) দল।

আইসিসি (ICC) যে সদ্য র‍্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে ১২১ পয়েন্ট নিয়ে প্রথমে রয়েছে বিরাটরা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কেন উইলিয়ামসনের টিম।  তিনে উঠে এসেছে ইংল্যান্ড। ১০৮ পয়েন্ট নিয়ে একধাপ নেমে চারে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়ে সিরিজ জয় এবং ইংল্যান্ডকে ঘরের মাঠে ৩-১ হারিয়েছে টিম কোহলি। তার সুবাদেই শীর্ষে পৌঁছে গেল ব্লুজ ব্রিগেড।

আরও পড়ুন:করোনা যুদ্ধে এবার ভারতের পাশে দাঁড়ালেন স্মিথ, অ‍্যালান বর্ডার, ব্রেটলিরা

Advt