FDA, WHO অনুমোদিত করোনা ভ্যাকসিনও আমদানি করা যাবে ভারতে, জানাল কেন্দ্র

0
1

করোনা-ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের।

বৃহস্পতিবার নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO অথবা মার্কিন সংস্থা FDA অনুমোদিত যে কোনও ভ্যাকসিন (Vaccine) এবার থেকে ভারতে আমদানি করা যাবে।
দেশে এখনও পর্যন্ত অনুমোদন পেয়েছে ৩টি ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এসেছে রাশিয়ার স্পুটনিক-ভি। তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অভাব দেখা দিয়েছে ভ্যাকসিনের। এবার ভ্যাকসিন আমদানি করার অনুমোদন দেওয়ায় ভারতে এখন জনসন অ্যান্ড জনসন, ফাইজার, মডার্নার টিকাও আমদানি করা যাবে। এর জন্য আমদানির লাইসেন্সও আগামী দিনদুয়েকের মধ্যে দেওয়া হবে৷

নীতি আয়োগের এই সদস্য এদিন আরও জানান, রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছেছে স্পুটনিক ভি-এর প্রথম ব্যাচ। আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে রাশিয়ার এই টিকা। জুলাই থেকেই ভারতে ডঃ রেড্ডির ফ্যাক্টরিতে উৎপাদিত হবে রাশিয়ার এই ভ্যাকসিন। ভারতে ১৫.৬ কোটি ডোজ উৎপাদন করা হবে বলে জানা যাচ্ছে। বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের অভাব চরমে উঠেছে। সেই পরিস্থিতিতে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানির এই ঘোষণার ফলে টিকার অভাব মিটতে পারে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি, ভ্যাকসিন নিয়ে কয়েকদিন আগেই আশার আলো দেখিয়েছে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক৷ তারা আগামী ৪ মাসের টিকা উৎপাদন পরিকল্পনার কথা কেন্দ্রকে জানিয়েছে৷ সেই রিপোর্টেই জানানো হয়েছে, তারা আগস্টের মধ্যে যথাক্রমে ১০ কোটি ও ৭.৮ কোটি ডোজ তৈরি করবে৷

আরও পড়ুন- ‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Advt