করোনার যুদ্ধ এগিয়ে এলেন মিনার্ভা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ

0
7

এবার করোনার( Corona) যুদ্ধ এগিয়ে এলেন মিনার্ভা পাঞ্জাবের( minerva punjab) কর্ণধার রঞ্জিত বাজাজ( ranjit bajaj)। ৪৮ ঘণ্টার মধ্যে ৩০০টি বেড তৈরি করতে চলেছেন তিনি। মিনার্ভার হস্টেল, মেসকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন‍্য ব্যবস্থা করবেন বাজাজ। টুইট করে জানালেন তিনি।

টুইট করে বাজাজ লেখেন, “মিনার্ভা পাঞ্জাবের সমস্ত হস্টেল, মেসকে  হাসপাতাল অথবা কোভিড কেয়ার সেন্টারে রুপান্তর করার ইচ্ছা প্রকাশ করছি। পাঞ্জাবকে সাহায্য করতে চাওয়া কোনও পরোপকারী ব্যক্তি, আমাকে জানাতে পারেন। ৪৮ ঘণ্টার মধ্যে ৩০০টি বেড তৈরি করার চেষ্টা করছি আমরা।” বাজাজের এই টুইটের পরই মন কেড়েছে নেটিজেনদের। মিনার্ভা পাঞ্জাবের কর্ণধারের এই কাজকে কুর্নিশ জানাচ্ছে সকল পাঞ্জাববাসী।

আরও পড়ুন:চুক্তিপত্রে সই না হওয়ায় ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রী সিমেন্ট কর্ণধার বাঙুরের

Advt