প্রিয় প্রধানমন্ত্রী, কিছু করুন! ১২ বিরোধী দলের ন’দফা পরামর্শ

0
9

করোনার (corona) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। তীব্র ভ্যাকসিন সংকট, অক্সিজেনের হাহাকার। অতিমারির (pandemic) এই কঠিন সময়ে দেশের আমজনতার স্বার্থে প্রধানমন্ত্রী (prime minister) নরেন্দ্র মোদির কাছে মানবিক পরামর্শ দিলেন ভারতের বিরোধী দলের নেতারা (opposition leaders)। ‘প্রিয় প্রধানমন্ত্রী’ সম্বোধনে ৯ দফা পরামর্শ দিয়ে মোদিকে (modi) চিঠি লিখেছে ১২ টি বিরোধী দল।

বুধবার প্রধানমন্ত্রীকে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন সোনিয়া গান্ধী (Congress), এইচ ডি দেবগৌড়া (JDS), শারদ পাওয়ার (NCP), উদ্ধব ঠাকরে (Shiv Sena), মমতা বন্দ্যোপাধ্যায় (TMC), এম কে স্ট্যালিন (DMK), হেমন্ত সোরেন (JMM), ফারুক আবদুল্লা (NC), অখিলেশ যাদব (SP), তেজস্বী যাদব (RJD), ডি রাজা (CPI) ও সীতারাম ইয়েচুরি (CPIM)।

আরও পড়ুন- বাড়ি-বাড়ি গিয়ে টিকাকরণ হলে বাঁচত অনেক প্রাণ, প্রবীণদের টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তোপ বম্বে হাই কোর্টের

বিরোধী নেতাদের প্রধান দাবি, দেশের সব মানুষকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হোক। এই ভ্যাকসিন কিনুক একমাত্র কেন্দ্রীয় সরকার। তা সে দেশের কোম্পানি থেকেই হোক বা বিদেশি কোম্পানি থেকে। সবটাই করুক কেন্দ্র। প্রশ্ন তোলা হয়েছে, কোভিড ভ্যাকিসন (Covid Vaccine) দেওয়ার জন্য ৩৫ হাজার কোটি টাকা খরচ নিয়েও। বিরোধীদের দাবি, ওই টাকা যথাযথভাবে খরচ করা হোক। পাশাপাশি নতুন যে সংসদ ভবন কেন্দ্র তৈরি করছে, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে তা আপাতত বন্ধ রেখে ওই টাকা খরচ করা হোক ভ্যাকসিন (vaccine) ও অক্সিজেন (Oxygen) কেনার পিছনে। করোনা অতিমারির মোকাবিলায় বিরোধীদের পরামর্শ:

কোভিড ভ্যাকসিন কিনুক কেন্দ্র। তা দেওয়া হোক রাজ্য সরকারগুলিকে।

যত দ্রুত সম্ভব দেশের সব মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিক কেন্দ্র।

ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে অন্যান্য কোম্পানিগুলিকেও তৈরির লাইসেন্স দেওয়া হোক।

কেন্দ্রের প্রতিশ্রুতি মতো ৩৫ হাজার কোটি টাকা ভ্যাকসিনের জন্য খরচ করা হোক।

দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বন্ধ রাখা হোক রাজধানীর সৌন্দর্যায়নে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ। ওই টাকা ব্যবহার করা হোক জনগণের জন্য ভ্যাকসিন ও অক্সিজেন কিনতে।

পিএম কেয়ারের টাকায় আরও ভ্যাকসিন, অক্সিজেন, চিকিৎসা সরঞ্জাম কেনা হোক।

অতিমারিতে যারা কাজ হরিয়েছেন তাদের মাসে ৬০০০ টাকা দিক সরকার।

বিমামূল্যে জনগণকে খাদ্যশস্য বিলি করা হোক।

কেন্দ্রের নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করে কৃষক সমাজকে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের সুযোগ করে দিক সরকার।

আরও পড়ুন-করোনার কোপ শেয়ারবাজারে, ৪৭১ পয়েন্ট নামল সেনসেক্স

Advt