নানুরে ভোটের পরবর্তী হিংসার বলি এক তৃণমূল (Tmc) কর্মী। নির্বাচনের ফল ঘোষণার পরের দিন রানিনগর গ্রামে রাজনৈতিক সংঘর্ষে ২ তৃণমূল কর্মী গুরুতর জখম হন। তাঁদের মধ্যে শ্যামল দাস নামে এক কর্মীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।
নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাজির (Bidhan Maji) অভিযোগ, ভোটে হেরে প্রতিহিংসাবশত তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বিজেপি (Bjp)।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নানুরের পরাজিত বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরের দিন রানিনগর গ্রামে তৃণমূল কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ বাধে।
আরও পড়ুন- “ভ্যাকসিন উৎপাদন বাড়ান, বাংলায় জমি দিতে তৈরি আমরা”, মোদিকে চিঠি মমতার





























































































































