বাঁশবেড়িয়ার গুলিকাণ্ডে সরানো হল পুর প্রশাসককে

0
1

বাঁশবেড়িয়ার প্রাক্তন উপ-পুরপ্রধানের উপর গুলি চালানোর ঘটনার পরেই পুর প্রশাসককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। বুধবার, এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। যুগ্ম সচিব বর্তমান পুরপ্রশাসক অরিজিতা শীলকে (Aparajita Shil) অবিলম্বে দ্বায়িত্বভার আদিত্য নিয়োগীকে (Aditya Niyogi) বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

যদিও মঙ্গলবার বাঁশবেড়িয়ার গুলি চালনোর ঘটনার পর থেকেই খোঁজ নেই পুরপ্রশাসক অরিজিতা শীল ও তাঁর স্বামী সোনা শীলের। পুলিশের খাতায় আপাতত তাঁরা নিখোঁজ। মঙ্গলবার গুলিবিদ্ধ হন বাঁশবেরিয়া পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আদিত্য নিয়োগী। বাড়ির কালীপুজোর বাজার করার সময় পিছন থেকে গুলি করা হয় তাঁকে। পিঠে গুলি লাগে। প্রথমে চুঁচুড়া হাসপাতাল, পরে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। সূত্রের খবর আপাতত স্থিতিশীল আছেন তিনি। এখন অরিজিতা দ্বায়িত্বভার আদিত্যকে বুঝিয়ে দেন, না কি নিয়ম অনুযায়ী হুলিয়া জারি করতে হয় সেটাই দেখার।

Advt