‘সুশীল কুমারের জন‍্য ভারতের কুস্তির মুখ পুড়ছে’, বললেন কুস্তি ফেডারেশনের সহ-সচিব

0
6

‘সুশীল কুমারের( sushil kumar) জন‍্য ভারতের কুস্তির মুখ পুড়ছে।’ এদিন এমনটাই বললেন ভারতের কুস্তি ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমর( binod tomar)। সম্প্রতি একটি মারামারি ঘটনাকে কেন্দ্র করে একজন কুস্তিগিরে মৃত্যু ঘটে। সেই ঘটনার সঙ্গে যুক্ত সুশীল। দিল্লি পুলিশ খুঁজছে সুশীলকে। আর এই ঘটনায় লজ্জিত ভারতের কুস্তি ফেডারেশন।

এদিন ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমর বলেন, “বলতে বাধ্য হচ্ছি ভারতীয় কুস্তির ভাবমূর্তি ধাক্কা খেল। তবে কুস্তিগিররা লড়াইয়ের জায়গার বাইরে কিছু করলে আমাদের কিছু করার নেই। আমরা চিন্তিত থাকি কুস্তিগিরদের পারফরম‍্যান্স নিয়ে।”

গত বৃহস্পতিবার দিল্লির ছত্রাসাল স্টেডিয়ামের বেশ কিছু কুস্তিগিরের মধ্যে ঝগড়া  ও হাতাহাতি শুরু হয়। মারা যান এক কুস্তিগির। সেই ঘটনায় নাম জড়িয়েছে সুশীলের। জিজ্ঞাসাবাদের জন্য সুশীলকে খুঁজলেও, এখনও তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:ফের করোনায় আক্রান্ত মাইক হাসি

Advt