মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2021) বাকি আর ২০ দিন৷ ভয়ঙ্কর করোনা- আবহে পর্ষদের (WBBSE) সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা শুরু করা আদৌও সম্ভব ?
এই প্রশ্নই এখন বড় ভাবে দেখা দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে৷ ক্রমশ বাড়ছে উৎকণ্ঠাও। এ বিষয়ে এখনও মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। ওদিকে, সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’।
করোনা এবং বিধানসভা ভোটের কারনে পিছিয়ে যাওয়া মাধ্যমিক আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা। নির্ঘন্ট অনুসারে বাকি মাত্র ২০ দিন৷ কিন্তু রাজ্যে করোনার প্রকোপ যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে আদৌও ঘোষিত সময়ে পরীক্ষা হবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে৷ ওদিকে CBSE ও ICSE-র দশমের বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে।
এই অনিশ্চিত পরিস্থিতিতে পরীক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন, পরীক্ষা ঠিক সময়ে হবে কি’না বোঝা যাচ্ছে না৷ উৎকণ্ঠা বাড়ছে৷ পড়াশোনায় কার্যত মন বসাতে পারছেনা পড়ুয়ারা৷ পরীক্ষা আদৌও হবে কিনা, তা এখনই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত। হাতে আর সময় নেই৷ প্রায় সব অভিভাবকই বলছেন, করোনা আবহেই যদি পরীক্ষা হয়, তাহলে পড়ুয়াদের সুরক্ষার দায়িত্ব পর্ষদকেই নিতে হবে৷ রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন। বাস, মেট্রোর মতো গণপরিবহনে যাত্রী সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পড়ুয়া এবং অভিভাবকদের প্রশ্ন, যদি পরীক্ষা হয়, তাহলে পরীক্ষাকেন্দ্রে কীভাবে পৌঁছানো হবে, তাও ঠিক করতে হবে প্রশাসনকে৷ দ্রুত মাধ্যমিকের ভবিষ্যৎ স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাধ্যমিক নিয়ে
আলোচনা করে যত দ্রুত সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে এখন বাড়িতে আইসোলেশনে আছেন।


















https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be