হাসপাতালের কার্নিশে করোনা রোগী, পিপিই কিট পরে উদ্ধার

0
1

মেডিকাল কলেজ ও হাসপাতালের কার্নিশে করোনা রোগী। আর তাঁকে উদ্ধার করতে গিয়ে মঙ্গলবার সকাল থেকেই হুলুস্থুলু বেঁধে যায় কলকাতা মেডিকাল কলেজে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকলবাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পিপিই কিট পরে রোগীকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এদিন সকালে মেডিকাল কলেজ ও হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ের চারতলার কার্নিশে দেখা যায় ওই করোনা রোগীকে। ভোররাত থেকেই পালানোর চেষ্টা করেন ওই রোগী। বিল্ডিংয়ের নিচ থেকে এক মেডিকাল স্টাফ ওই রোগীকে দেখে প্রথমে হতভম্ব হয়ে পড়েন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিতেই উদ্ধারকার্য শুরু হয়। অক্ষত অবস্থায় তাঁকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। পালানোর অভিসন্ধি নিয়েই ওই রোগী জানলা থেকে কার্নিশে পৌঁছেছিল বলেই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

যদিও এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন রোগী কীভাবে ওয়ার্ড থেকে বেরিয়ে কার্নিশে পৌঁছে যায়, তা নিয়ে সরব হয়েছেন অনেকেই। যদিও এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Advt