বেহালার বাড়ি ছেড়ে আসার পর থেকেই কলকাতার প্রাক্তন মেয়র
শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) বাস করেন গোলপার্কের একটি ফ্ল্যাটে৷
সেই ফ্ল্যাট খালি করার জন্য এবার শোভনকে আইনি নোটিস (Legal Notice) পাঠালো শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের ভাই শুভাশিস দাসের (Suvasish Das) সংস্থা৷ নোটিসে বলা হয়েছে, ওই ফ্ল্যাটের মালিকানা শুভাশিস দাসের নামে৷ শোভনবাবু তা দখল করে রেখেছেন৷ এই কারন দেখিয়েই গোলপার্কের ফ্ল্যাট খালি করার জন্য শোভন চট্টোপাধ্যায়কে আইনি নোটিস দিয়েছে তাঁর শ্যালক শুভাশিস দাসের সংস্থা। ওদিকে, আইনি পথে এই নোটিসের জবাব দেবেন বলে জানিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র। এই আইনি নোটিশের প্রতিক্রিয়ায় শোভন বলেছেন, “প্রতিহিংসা চরিতার্থ করতেই ফ্ল্যাট খালি করার নোটিস পাঠানো হয়েছে”৷ একইসঙ্গে পাল্টা প্রশ্ন তুলে শোভন বলেছেন, ” রত্না চট্টোপাধ্যায় কোন অধিকারে বেহালার বাড়িতে আছেন?” শোভন ও রত্না চট্টোপাধ্যায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। প্রসঙ্গত, ২০১৭-র জুলাই থেকে গোলপার্কের ওই ফ্ল্যাটে আছেন কলকাতার প্রাক্তন মেয়র।

https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be





























































































































