রাজ্যে করোনায় দৈনিক আক্রান্ত ২০ হাজার পার, মৃত্যু ১৩২ জনের

0
4

ক্রমশ ভয়াবহ হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। সব রেকর্ডকে ফেলে এবার একদিনে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৬ জন। নতুন করে আরও ১০১০ জন অ্যাকটিভ রোগীকে নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে অ্যাকটিভ করোনা কেসের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ২৭ হাজার ৬৭৩ জন। মৃত্যু হয়েছে ১৩২ জনের। তবে এই একই সময়ে ১৮ হাজার ৯৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে।

সংক্রমণের নিরিখে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি উত্তর ২৪ পরগনা এবং কলকাতার। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৭৩ জন, মৃত্যু হয়েছে ৩৭। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৯৮, মৃত্যু হয়েছে ৩৯। কলকাতা, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমের মতো জেলাও ক্রমশ চিন্তা বাড়াচ্ছে।

আরও পড়ুন- ব্রিটেনে ৫০ লক্ষ কোভিশিল্ড রফতানির আবেদন খারিজ কেন্দ্রের, মোদি সরকারকে কটাক্ষ কংগ্রেসের

Advt