দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও আক্রান্তের গ্রাফ খানিকটা নিম্নমুখী। স্বভাবতই আশার আলো দেখছেন চিকিৎসকরা। গতকাল অনেকটাই কমেছিল সংক্রমণের হার। মঙ্গলবার তা আরও কমে নেমে এল ৩ লক্ষ ৩০ হাজারের গণ্ডিতে। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যায় এই হ্রাসের পিছনে অন্যতম বড় কারণ মহারষ্ট্র ও দিল্লির সংক্রমণের সংখ্যা কম হওয়ায়।পাশাপাশি কমেছে মৃত্যুহারও।
স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, গত গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৭৬ জন। কোভিডের কারণে এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জনের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৩৬ জন। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। একই ছবি দিল্লির। সেখানেও দৈনিক আক্রান্ত নেমে এসেছে সাড়ে ১২ হাজারের আশপাশে।
করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৭ কোটি ২৭ লক্ষ ১০ হাজার ৬৬ জন।
এদিকে রাজ্যে আংশিক লকডাউনের জেরে সংক্রমণের উপর রাশ টানতে না পারলেও ঊর্ধ্বমুখী সুস্থতার হার।। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে রাজ্যের প্রায় সাড়ে ১৯ হাজার জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরোল। একদিনে করোনার মৃত্যু হয়েছে ১৩৪ জনের।






























































































































