শিবপুরে অবরোধ, যানজটে নাজেহাল জিটিরোড

0
3

ছোটদের খেলাকে কেন্দ্র করে যে এতদূর ঘটনা গড়াবে তা কেউ ভাবতেও পারেনি। রীতিমতো পাড়ার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ | সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে । হাওড়া  শিবপুর কাজী পাড়ার এই ঘটনায় এখনও এলাকা থমথমে।

উন্মত্ত জনতা ভাঙচুর করেছে একাধিক দোকান। বাদ যায়নি এটিএমও | ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও RAf ।
দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করে। অবরোধ করা হয় জিটি রোড।

Advt