মহাকাশ গবেষণায় নাসাকে(NASA) টেক্কা দিতে উঠে পড়ে লেগেছে চিন। আর সেই লক্ষ্যে সম্প্রতি বিশাল এক শক্তিশালী রকেট মহাকাশে পাঠিয়েছিল চিনের বিজ্ঞানীরা(Chinese scientist)। তবে নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে নষ্ট হওয়ার পর তার ধ্বংসাবশেষ পৃথিবীর বুকে আছড়ে পড়ার উদ্বেগ বাড়ছিল ক্রমাগতভাবে। এরপর রবিবার ভারত মহাসাগরের(Indian Ocean) মালদ্বীপে(Maldives) আছড়ে পড়ে চিনা রকেটের ধ্বংসাবশেষ। গোটা ঘটনায় চিনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে এবার তোপ দাগল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
সম্প্রতি চিনের মহাকাশ অভিযান প্রসঙ্গে নাসার তরফে সেনেটর বিল নেলসন বলেন, ‘মহাকাশে ধ্বংসস্তূপ গড়ছে চিন। দায়িত্ব পালনে একেবারেই ব্যর্থ এই দেশ।’ এর পাশাপাশি পৃথিবীর মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত দেশগুলিকে সতর্ক করে তিনি বলেন, ‘এই অভিযান সম্পর্কে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। মহাজাগতিক বস্তুর পৃথিবীর উপর আছড়ে পড়লে তার ঝুঁকির কথা ভেবে সকলের উচিত সতর্কভাবে কাজ করা। তবে চিন সেসবের ধার ধারেনি।’
আরও পড়ুন:‘অধিকারী-মিথ’ তছনছ করার পুরস্কার পেয়ে মন্ত্রীর আসনে অখিল গিরি
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে পৃথিবীর কক্ষপথে স্পেস স্টেশন বানাতে উঠে পড়ে লেগেছে চিন। চিনের তরফে এই মহাকাশ স্টেশনের নাম দেওয়া হয়েছে তিয়ানহে মহাকাশ স্টেশন। সম্প্রতি এই লক্ষ্যে গত ২৯ এপ্রিল ৫বি নামে এক বিশাল রকেট উৎক্ষেপণ করে চিনের মহাকাশ বিজ্ঞানীরা। এই রকেটকে ঘিরে যথেষ্ট উদ্বেগে ছিল রকেটের কক্ষ্যপথে থাকা দেশগুলি। চিনের তরফে অবশ্য আশ্বস্ত করা হয় চিন্তার কোনও কারণ নেই। তবে চিনা কর্মকাণ্ডে উদ্বেগের কারণ যে যথেষ্ট রয়েছে মালদ্বীপে ভেঙে পড়া এই রকেট তার প্রমাণ। প্রসঙ্গত, এর আগে গত বছর মে মাসে এই রকেটের প্রথম উৎক্ষেপন করেছিল চিন। ব্যর্থ সেই অভিযানে রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে পশ্চিম আফ্রিকার দেশ আইভরিকোস্টে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বহুতল ও ঘরবাড়ি।











































































































































