‘মমতাই দেশের বিজেপি- বিরোধী মুখের ফ্রন্টলাইনার’, মন্তব্য কংগ্রেস নেতার

0
2

চব্বিশের লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোটের মুখ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়-ই!

কংগ্রেসের সর্বভারতীয় নেতা অভিষেক মনু সিংভি’র (Abhishek Singhvi) মন্তব্য এমন জল্পনাই উসকে দিয়েছে৷

বাংলার (WB) একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কার্যত একার হাতেই রুখে দিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহকে৷ গোটা কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন, প্রায় সব সরকারি এজেন্সি এবং বাংলায় কার্যত ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করা মোদি- শাহের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়ে বাংলায় জয়ের হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার এই লড়াকু মনোভাবকে একযোগে প্রশংসা করেছেন দেশের প্রায় সব বিজেপি-বিরোধী নেতা-নেত্রী৷

আরও পড়ুন-‘বাংলায় কেন শূন্য হলো?’ প্রদেশ কংগ্রেসের কৈফিয়ত তলব সোনিয়া গান্ধীর

আর এবার আরও একধাপ এগিয়ে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সোমবার বলেছেন, “দেশের অ-বিজেপি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ই যে ফ্রন্টলাইনার, সে কথা আর অস্বীকার করা যায়না, কেউই তা করতে পারবেন না”৷ মমতা যেভাবে এবার বাংলায় থামিয়ে দিয়েছেন বিজেপিকে, তাতে উচ্ছ্বসিত কংগ্রেসের জাতীয় স্তরের অন্যান্য নেতারাও। কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কপিল সিব্বলরা বার বার প্রকাশ্যেই তা জানিয়েছেন৷ জাতীয় রাজনীতির আঙিনায় যে সব নেতারা বিজেপি- বিরোধী হিসাবে চিহ্নিত, সেই অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এমকে স্ট্যালিন থেকে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, মেহবুবা মুফতি, অরবিন্দ কেজরিওয়ালরাও তৃণমূল সুপ্রিমো এইভাবে বিজেপিকে চূর্ণ করার জন্য অভিনন্দন জানিয়েছেন৷ অ-বিজেপি সব নেতারাই কার্যত মেনে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরই বিজেপি-বিরোধী জোটের মুখ হওয়ার উপযুক্ত, সব ধরনের যোগ্যতাই তাঁর রয়েছে৷ এবার সেই কথাটাই প্রকাশ্যে বলে দিলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি৷ এই কংগ্রেস নেতা এদিন বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শত্রুও স্বীকার করবেন যে, তিনি দারুণ জয় পেয়েছেন। মমতার প্রশংসা করতে আমার কোনও অস্বস্তি নেই।” পাশাপাশি সিংভি অবশ্য বলেছেন, “এর অর্থ এই নয় যে আমরা পশ্চিমবঙ্গের কংগ্রেসকে শক্তিশালী করে গড়ে তুলবো না।”

প্রসঙ্গত, দিনকয়েক আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা করে কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেছিলেন, “কেন্দ্রীয় সরকার সব করেছিলো, নির্বাচন কমিশনও বিজেপিকে সাহায্য করেছিল। তা সত্ত্বেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মমতাজি। তিনি ঝাঁসি কি রানি।” টুইটারে রাহুল গান্ধীও লিখেছিলেন, ‘বিজেপি’কে হারানোর জন্য মমতাজিকে অভিনন্দন।”

এই আবহেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে আগামী লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে বিজেপি- বিরোধী জোটের মুখ কি মমতা বন্দ্যোপাধ্যায়ই ?

Advt