বিজেপির ৭৭ বিধায়কের জন্যই কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করতে চায় দল

0
1

৭৭জন বিধায়ককে (77 MLA of BJP) নিয়ে বিধানসভায় বিরোধী(opposition party of West Bengal assembly) আসনে। বসছে বিজেপি। বিজেপির অভিযোগ বাংলায় ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত হচ্ছেন তাদের দলের নেতা-কর্মী সমর্থকরা । তাই বাংলার বিজেপি বিধায়কদের জন্য একটি় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রত্যেক বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যদি কোনও বিধায়ক ব্যক্তিগত নিরাপত্তা নিতে না চান তাহলে নাও নিতে পারেন। বিজেপি সূত্রে অন্তত এমনটাই খবর। সারা বছরই এই নবনির্বাচিত বাংলার বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য, যারা সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন তাঁদের প্রায় প্রত্যেককেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই নিরাপত্তা ব্যবস্থার মেয়াদ আজ অর্থাৎ ১০ মে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। কিন্তু, ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানানো হচ্ছে অন্তত, এই মাসটা যেন সকলকেই নিরাপত্তা দেওয়া হয়। যদিও এক্ষেত্রে কেন্দ্র কী সিদ্ধান্ত নেবে তা এখনো জানা যায়নি।

Advt