বানান বদলালেই মিলবে করোনার হাত থেকে মুক্তি! তবে কি দরকার নেই টিকা নেওয়ার কিংবা কোভিড বিধি মানার? অন্ধ্রপ্রদেশের অনন্তপুরমের বাসিন্দা এস ভি আনন্দ রাও-এর কথায়, বানান বদলে দিলেই গায়েব হয়ে যাবে করোনা। এস ভি আনন্দ রাও পেশায় আদালতের স্টেনোগ্রাফার।
আনন্দ বলেছেন, বানান বদলে করোনা এবং কোভিড লিখে সাঁটিয়ে দিতে হবে বাড়ির দরজায়। করোনা বানানের শেষে একটি অতিরিক্ত ‘এ’ এবং কোভিডের আইয়ের আগে আরও একটি ‘ভি’ এবং পরে ‘ওয়াই’ লিখতে হবে। অর্থাৎ Corona -বানান বদলে CARONAA এবং Covid-19-এর বানান বদলে COVVIYD-19। এই বানান লেখা ব্যানার দরজায় লাগালেই শুধু অনন্তপুরম থেকে নয়, দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে করোনা।’
আরও পড়ুন-‘বাংলায় কেন শূন্য হলো?’ প্রদেশ কংগ্রেসের কৈফিয়ত তলব সোনিয়া গান্ধীর
এস ভি আনন্দ রাও-এর দাবি, ‘এটাই সংখ্যাতত্ত্বের শক্তি। গ্যারান্টি করোনা কমবে।’ ব্যানারটিতে নিজের ফোন নম্বরও দিয়েছেন আনন্দ। সোশ্যাল মিডিয়ায় এই ব্যানারটিকে নিয়ে তোলপাড়। এমন কঠিন পরিস্থিতিতে করোনা সমস্যার সমাধান করতে না পারলেও এই পোস্ট অনেক নেটিজেনদের মুখে হাসি ফুটিয়েছে। কয়েকজন নেটিজেন রসিকতা করে করোনার বানান বদলের দাবিও করেছেন। তাঁদের দাবি, যদি বানান বদলালে করোনা গায়েব হয়, ক্ষতি কী!