পূর্বাভাস অনুযায়ী কলকাতায় শুরু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

0
1

পূর্বাভাস অনুযায়ী কলকাতায় শুরু বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে মহানগরে। পাশাপাশি ঝোড়ো হাওয়া। বৃষ্টি হচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। শনিবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৬১ ও ৪৯ শতাংশ ছিল।

আরও পড়ুন-জোড়াসাঁকো থেকে বিধানসভা- অনাড়ম্বরে পালিত রবীন্দ্রজয়ন্তী

শুধু কলকাতা নয়, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। বেশ কিছুদিন ধরেই খুব অল্প বৃষ্টি হচ্ছে কলকাতায়। আজ দুপুর থেকে কলকাতা সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে চলছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি।

Advt