সোমবার রাজ্য মন্ত্রিসভার শপথ।
তার আগে দলীয় সূত্রে খবর, বেশ কিছু রদবদল থাকবে। থাকবে চমক। একাধিক জেলাকে ভালো মন্ত্রী দিতে হবে। ফলে সেই জায়গা তৈরি করাও দরকার। সম্মান-অসম্মানের বিষয় নয় এটা। দলের বাধ্যতামূলক ভাবনা। প্রথমত অভিজ্ঞতার সঙ্গে এবার জোর দেওয়া হবে গতিতেও। তুলনায় অল্পবয়সীদের গুরুত্ব থাকবে। জেলার মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, বীরভূম, হুগলি, দুই চব্বিশ পরগণাকে তো প্রাধান্য দিতেই হচ্ছে। তার সঙ্গে উত্তরবঙ্গসহ অন্য প্রায় প্রতিটি জেলার মন্ত্রীও থাকবেন।
এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চুলচেরা বিশ্লেষণ করছেন। মন্ত্রী ছিলাম বলে আবার মন্ত্রী হতেই হবে, কিংবা একই দপ্তর পেতে হবে, এই ধারণা এবার নাও চলতে হবে। নতুনদের জায়গা না করে দিলে জেলাভিত্তিক পরবর্তী কাজকর্মে সমস্যা হতে পারে। কারণ বিধানসভা ভোটই শেষ কথা নয়। এরপর পুরভোট, পঞ্চায়েতভোট এবং তারপর লোকসভা ভোট আছে।





































































































































