করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রাজস্থান রয়‍্যালসের ক্রিকেটারের বাবা

0
3

করোনায়( corona) আক্রান্ত হয়ে প্রাণ হারালেন চেতন সাকারিয়ার (chetan sakariya )বাবা কাঞ্জিভাই সাকারিয়া। রবিবার স্থানীয় হাসপাতালে মৃত্যু হয় চেতনের বাবার। টুইট করে জানান হল রাজস্থান রয়‍্যালসের পক্ষ থেকে। ২০২১ আইপিএলে রাজস্থান রয়‍্যালসের হয়ে খেলেছেন চেতন।

এদিন টুইটে রাজস্থান রয়‍্যালস পক্ষ থেকে জানান হয়,”আজ সকালে কাঞ্জিভাই সাকারিয়া কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গিয়েছেন। এই খবরে আমরা প্রত্যেকে ব্যথিত। এই কঠিন সময়ে চেতনের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সবরকম সাহায্যের জন্য প্রস্তুত আমরা।”

২০২১ আইপিএলে প্রথম বার সুযোগ পান চেতন। করোনার কারণে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায়, বাড়ি ফিরেই খবর পান করোনা আক্রান্ত তাঁর বাবার। চেতন জানিয়েছিলেন, আইপিএল থেকে পাওয়া টাকাতেই বাবাকে চিকিৎসা করাচ্ছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল আর। রবিবার সকালে বাবাকে হারান চেতন।

আরও পড়ুন:স্থগিত এএফসি কাপের গ্রুপ লিগের ম‍্যাচ

Advt