ধনেখালিতে স্থানীয় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার কেন্দ্রীয় প্রতিনিধি দলের!

0
1

স্থানীয় থানার পুলিশ আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গোবিন্দ মোহনের (Gobinda Mohan) নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল যান হুগলিতে। রবিবার, ধনেখালির (Dhanekhali) চক সুলতান এবং লুকাবাটি এলাকায় যায় এই প্রতিনিধি দলটি।

চক সুলতানে কেন্দ্রীয় দলের সঙ্গে স্থানীয় থানার পুলিশ এলাকায় গেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রতিনিধিরা দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। সেখান থেকে লুকাবাটির চিতলে আক্রান্ত এবং ঘর মছাড়া পরিবারগুলির সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। তখন সেখানকার পরিস্থিতির ভিডিও করেন ধনেখালি থানার দুই সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteers)। তাঁদের সেখান থেকে ধমক দিয়ে সরিয়ে দেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা।

এই দুই এলাকার প্রায় ৭০ পরিবার ঘর ছাড়া। একাধিক বাড়ি ভাঙচুর, বাড়ি-গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন:জোড়াসাঁকো থেকে বিধানসভা- অনাড়ম্বরে পালিত রবীন্দ্রজয়ন্তী

Advt