শুধু টিকা নয়, এবার করোনা মোকাবিলায় আসতে চলেছে খাওয়ার ওষুধ

0
1

দেশে বেলাগাম করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে স্বস্তির খবর, টিকার পাশাপাশি এবার করোনা মোকাবিলায় আসতে চলেছে খাওয়ার ওষুধ। করোনারোগীদের জন্য ওষুধ (drug) প্রস্তুতের সবুজ সংকেত মিলল ভারতের তরফে। ওষুধ তৈরি করছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অরগানাইজেশন( Defence Research and Development Organisation) ও ডঃ রেড্ডিজ ল্যাব। এর নাম হতে চলেছে 2-deoxy-D-glucose (2-DG)।

ইতিমধ্যেই সেই ওষুধে আপদকালীন ছাড়পত্র দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার(DCGI)। হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তদের ওপর ট্রায়ালে দারুণ কাজ করেছে এই ২ডিজি। তারপরই ছাড়পত্র দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার। এই ওষুধ খাওয়ানোর পরে কোভিড রোগীদের পরীক্ষা করে দেখা গিয়েছে, অধিকাংশ রোগীর RT-PCR test Covid negative এসেছে। মে মাস থেকে অক্টোবরের মধ্যে দেশের ১১টি হাসপাতালে এই ওষুধের ট্রায়াল করা হয় এবং সন্তোষজনক ফল মেলে। পাওডার হিসেবে পাওয়া যাবে এই ওষুধ। জলে গুলে খেতে হবে করোনা আক্রান্তদের। করোনার এই বাড়বাড়ন্ত সংক্রমণে লাগাম টানতে পারে কি না ২ডিজি এখন এটাই দেখার।

https://twitter.com/DRDO_India/status/1390961209776623618?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1390961209776623618%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fanti-covid-drug-developed-by-drdo-cleared-for-emergency-use-359671.html

Advt