টোকিও অলিপিক্সে যোগ্যতা অর্জন করলেন কুস্তিগির সীমা বিসলা

0
4

টোকিও অলিপিক্সে (tokyo olympics ) টিকিট পাকা করলেন কুস্তিগির সীমা বিসলা( seema bisla)। ভারতের চতুর্থ মহিলা কুস্তিগির হিসেবে টোকিও অলিম্পিক্সে যোগতা অর্জন করলেন তিনি।

সোফিয়ায় বিশ্ব অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে টোকিও অলিম্পিক্সের রাস্তা পাকা করলেন সীমা।

সেমিফাইনালে কঠিন লড়াইয়ের সামনে পরেন সীমা। পোল্যান্ডের লুকাসিয়াকের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ পয়েন্টে জেতেন সীমা। ফাইনালে সীমার বিপক্ষে রয়েছেন ইকুয়েডরের লুসিয়া গুজম্যানের বিরুদ্ধে।

সীমার আগে অলিম্পিক্সের টিকিট পেয়েছেন বিনেশ ফোগাট , অংশু মালিক এবং সোনম মালিক।

আরও পড়ুন:ধাওয়ানের পর এবার করোনার টিকা নিলেন রাহানে, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট জিঙ্কের

Advt