করোনা আক্রান্ত, সুস্থ হয়েই শপথ নেবেন ব্রাত্য বসু

0
1

করোনায় আক্রান্ত ব্রাত্য বসু। ভোট প্রচারের সময় থেকে সক্রিয় ভূমিকায় দেখা যায় তাঁকে। ভোটপর্ব মিটতেই গত সোমবার থেকে সর্দি, জ্বরের উপসর্গ দেখা দিতেই কোভিড পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে কালিন্দির বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ব্রাত্য।
তৃতীয়বারের জন্য বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন দমদমের তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। কিন্তু কোভিড আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠানেও ব্রাত্য ছিলেন তিনি। তৃণমূল নেতৃত্বের খবর, সুস্থ হয়েই শপথ নেবেন ব্রাত্য বসু।
আক্রান্ত হওয়ার পর থেকে স্থিতিশীল অবস্থায় হোম আইসোলেশনে রয়েছেন ব্রাত্য বসু। এর আগে তথ্য প্রযুক্তি,শিক্ষা ও পর্যটনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। সোমবার নতুন মন্ত্রিসভা গঠন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বারে কোন বিভাগের মন্ত্রিত্ব তাঁর জন্য ভাবা হয়েছে ,তা এখনও জানানো হয়নি।

Advt