ভয়াবহ বিস্ফোরণ, অন্ধ্রপ্রদেশে মৃত কমপক্ষে ১০ খাদান শ্রমিক

0
1

পাথর খাদানে আচমকা বিস্ফোরণে মারা গেলেন অন্তত ১০ জন শ্রমিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও কয়েকজনকে ভর্তি করা হয়েছে। চলছে মরণ-বাঁচন লড়াই। শনিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা জেলার একটি পাথরের খনিতে। কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে তানিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। বিস্ফোরণের জেরে আটকে রয়েছে আরও কিছু শ্রমিক। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
প্রতিদিনের মতো শনিবারও খাদানের কাজ চলছিল। পাথর ভাঙার জন্য যে বিস্ফোরক জমা করে রাখা হয়,সেই স্তুপেই আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে প্রাথমিকভাবে মৃত্যু হয় ৫ জন শ্রমিকের। সঙ্কটজনক অবস্থায় আরও বেশ কিছু শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও মারা যান আরও ৬ শ্রমিক। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রের খবর। কীভাবে এই বিস্ফোরণ ঘটল ,তা খতিয়ে দেখছে পুলিশ।

Advt