ইতিহাস ঘেঁটে ঘ ! ঘ-এর পর আরও কিছু বলা গেলে, সেটাও !
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শুক্রবার শপথ নিলেন কিংবদন্তি রাজনীতিক করুণানিধি’র পুত্র এমকে স্ট্যালিন৷
মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এমকে স্ট্যালিন৷ এদিন সকালে চেন্নাইয়ের রাজভবনে স্ট্যালিনকে শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত। স্ট্যালিন-এর সঙ্গেই শপথ নিয়েছেন ৩২ জন মন্ত্রীও ।
এটা তো রুটিন খবর ! ‘আসল’ খবর, বিশ্ব ইতিহাস নাড়িয়ে স্ট্যালিন সরকারে মন্ত্রী হয়েছেন গান্ধী এবং নেহরু !
নতুন মন্ত্রিসভায় তামিলনাড়ুর পুরমন্ত্রী হিসেবে DMK নেতা কেএন নেহরুকে দায়িত্ব দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
এবং বস্ত্র, খাদি এবং গ্রাম শিল্প দফতরের দায়িত্বে এনেছেন আর গান্ধীকে।
স্ট্যালিন, গান্ধী এবং নেহরু এখন থেকে আগামী ৫ বছর একসঙ্গে তামিলনাড়ুর মানুষের ইচ্ছাপূরণ করবেন৷
নতুন পুরমন্ত্রী কেএন নেহরু তিরুচি থেকে জয়ী হয়েছেন। তাঁর বাবা ছিলেন বিশিষ্ট কংগ্রেস নেতা৷ তাই প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে ছেলের নামকরণ করেছিলেন তিনি। ছয়ের দশকে DMK-তে নাম লেখান কেএন নেহরু। ১৯৮৯ সালে প্রথমবার বিধায়ক হন বর্তমান পুরমন্ত্রী।
ওদিকে, তামিলনাড়ুর রানিপেট থেকে এবারের ভোটে জয়ী হয়েছেন আর গান্ধী। কয়েক বছর আগে
আয়-বহির্ভূত সম্পত্তি মামলায় অভিযুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু প্রমাণের অভাবে সব অভিযোগ খারিজ হয়৷ মহাত্মা গান্ধীর নামেই তাঁর নামকরণ করেছিলেন আর গান্ধী’র বাবা-মা৷
পুরনো সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন শাসক জোসেফ স্ট্যালিনের নামে ছেলের নাম রেখেছিলেন এম করুণানিধি। এই নামের জন্য নাকি স্কুলে ভর্তি হতে সমস্যার মুখে পড়তে হয়েছিল স্ট্যালিনকে।
স্ট্যালিন-গান্ধী, এবার এই ‘থ্রি মাস্কেটিয়ার্স’- এর নেতৃত্বে তামিলনাড়ুর উন্নয়ণ কতখানি হয়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ৷
প্রসঙ্গত, এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় DMK। ২৩৪ আসনের মধ্যে স্ট্যালিনের দল পেয়েছে ১৩৩ আসন।
শাসক DMK-র জোটসঙ্গী কংগ্রেস পেয়েছে ১৮টি আসন। প্রধান বিরোধী দল হিসেবে ADMK পেয়েছে ৬৬। বিজেপির ভাগ্যে জুটেছে মাত্র ৪টি আসন।