ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো মোদি সরকার! এই নিয়ে টানা ৪দিন

0
1

বাংলা-সহ ৫ রাজ্যে ভোট পর্ব (Assembly Election) মিটতেই ফের লাগাতার দাম বাড়ছে জ্বালানির। এই নিয়ে টানা চারদিন বাড়ল পেট্রল-ডিজেলের (Petrol Disel) দাম (Price) পরপর চারদিনে পেট্রলের মোট দাম বাড়ল ৭৯ পয়সা ও ডিজেল ৯৬ পয়সা। আজ, শুক্রবার কলকাতায় পেট্রল লিটার প্রতি ২৮ পয়সা বেড়ে হয়েছে ৯১ টাকা ৪১ পয়সা। আর ডিজেল লিটার প্রতি ৩১ পয়সা বেড়ে হয়েছে ৮৪ টাকা ৫৭ পয়সা।

অন্যদিকে, রাজধানী দিল্লিতে আজ পেট্রলের দাম হয়েছে লিটার প্রতি ৯১.২৭ টাকা ও ডিজেলের দাম হয়েছে ৮১.৭৩ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল হয়েছে ৯৭.৬১ টাকা ও ডিজেল ৮৮.৮২ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম বেড়ে হল লিটার প্রতি ৯৩.১৫ টাকা ও ডিজেল ৮৬.৬৫ টাকা।

Advt