একদিনে বাংলায় রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় একলাফে ২০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। মৃত্যুর হারও অব্যাহত। তবে বাড়ল সুস্থতার হারও।
শুক্রবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,২১৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৯,৫৪,২৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৭,৭৮০ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৮,১৮,১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২,০৭৬ জনের। রাজ্যে সুস্থতার হার ৮৫ শতাংশ। যদিও অতি সামান্য স্বস্তি দিয়েছেন নমুনা পরীক্ষার বৃদ্ধি পাওয়া হার। গত কয়েকদিন যাবৎ দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০-৬১ হাজারের মধ্যে ঘোরাফেরা করলেও আজ তা বেড়ে প্রায় সাড়ে ৬৪ হাজার হয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৫৫১ টি নমুনা পরীক্ষা হয়েছে।
দৈনিক সংক্রমণের নিরিখ শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৩,৯৫৭ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩,৯১৫ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের।
আরও পড়ুন- বিজেপি কর্মী খুনের ভিডিও আদতে ব্রাজিলের! সতর্ক হওয়ার অনুরোধ আইটি সেলকে





























































































































