সংখ্যালঘু এলাকাগুলিতে অত্যন্ত খারাপ ফল করেছে গেরুয়া শিবির। পরিস্থিতি এমন যে বহু জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। এহেন অবস্থায় ক্ষুব্ধ বিজেপি এবার অসমে সংখ্যালঘু সেলটাই(minority cell) তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। বৃহস্পতিবার অসমের বিজেপি সভাপতি রঞ্জিত দাশ(Ranjit Das) দলের এই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের কাছে জানিয়ে দেন।
আরও পড়ুন:‘বর্গী ধান খেয়েছে, খাজনা দিচ্ছে কর্মীরা’, গেরুয়া নেতাদের তোপ অভিনেত্রী রূপা ভট্টাচার্যর
গত ২ মে অসমে নির্বাচনী ফল প্রকাশের পর দেখা গিয়েছে যে সমস্ত অঞ্চলে সংখ্যালঘু সেলে ২০ জন সদস্য নিয়ে বুথ কমিটি করেছিল বিজেপি(BJP)। সেই সমস্ত অঞ্চলে ২০টি করেও ভোট মেলেনি গেরুয়া শিবিরে। বহু জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরপরই দলের রাজ্য কমিটি তরফে সিদ্ধান্ত নেওয়া হয় অসমে বহুৎ জেলা ও দায়রা জজ কোট থেকে দলের সংখ্যালঘু সেল ভেঙে দেওয়া হবে। প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য জোটকে সঙ্গী করে অসমে ক্ষমতায় এসেছে বিজেপি ১২৬ আসনের মধ্যে জোটের প্রাপ্ত আসন ৭৫। এর মধ্যে বিজেপি পেয়েছে ৬০ টি আসন। তবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠলেও যে সমস্ত সংখ্যালঘু এলাকায় বিজেপি প্রার্থী দিয়েছিল সেখানে রীতিমতো অপদস্ত হতে হয় বিজেপিকে। বহু জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়। ২০১৬ সালের নির্বাচনে অসমের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি একটি আসনে জয় পেয়েছিল। এবার সেটিও হাতছাড়া হয়। এরপরই রাজ্যের সংখ্যালঘু সেল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় নেতৃত্ব। আগামী দিনে এই সেল ফের চালু করা হবে কিনা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন অসম রাজ্যের বিজেপি সভাপতি রঞ্জিত দাশ।