তথাগত রায়ের পর এবার বিজেপিতে (BJP) যোগ দেওয়া অভিনেত্রী রূপা ভট্টাচার্য (rupa bhattacharya) ধুইয়ে দিলেন গেরুয়া নেতৃত্বকে৷ দলের এই বিপর্যয়ের কারন হিসাবে নেতৃত্বের অদূরদর্শিতাকেই অভিযুক্ত করে প্রতিবাদে সরব হয়েছেন এই অভিনেত্রী।
একাধিক ফেসবুক পোস্টে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের একহাত নিয়েছেন গ্ল্যামার জগত থেকে রাজনীতির ময়দানে পা রাখা এই অভিনেত্রী ৷ রূপার এই পোস্ট ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। নাম না করেই তিনি ঠাণ্ডা ঘরে বসে দলীয় নেতাদের ভূমিকার প্রতিবাদ করেছেন তিনি।

বাংলার ভোটে বিজেপি’র এই ফলের জন্য দলের নেতাদের ভূমিকার কড়া সমালোচনা করে রূপা লিখেছেন, “ভোটের আগে যে নেতা মন্ত্রীরা দিল্লী থেকে রোজ আসতেন আজ তারা কোথায় ?কর্মীদের ব্যবহার করছেন জীবিত বা মৃত?আপনাদের তেল মেরে বরাবর নিজেদের আখের গুছিয়েছে এখানকার কিছু নেতা।আর মরেছে কর্মীরা।যারা নিজের কর্মীদের পাশে থাকে না তারা মানুষের পাশে থাকবে? কর্মীরা আর আপনাদের বিশ্বাস করবে তো??”
পরের পোস্টে লিখেছেন, “বর্গী এলো দেশে।বুলবুলির ধান খেয়ে চলে গেলো।তার খাজনা এখন কর্মীরা দিচ্ছে। ঠান্ডা ঘরে রাজ্য নেতারা ধর্ণা দিচ্ছেন। যাদের আশেপাশে security তারা কেন ঘরে? পদাধিকারী?MP? MLA? আর কোথায় দলে থেকে মানুষের জন্য কাজ করতে না-পারা হেরো প্রার্থীরা? ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব নেবে এবার কর্মীরাই।”
প্রসঙ্গত, বাংলার ভোটে বিজেপির এই ফলের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব আর রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলছেন প্রবীণ রাজনীতিবিদ তথাগত রায়। টিকিট দেওয়া নিয়েও সরব হন এই প্রবীণ নেতা। এর পরেই বিজেপি নেতৃত্ব তথাগতকে দিল্লিতে তলব করেছে। এবার প্রায় একই পথে পা রাখলেন বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী রূপা ভট্টাচার্য। রূপা বেশ কড়া সুরেই বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইঞ্চিতে ইঞ্চিতে এবার বুঝে নেবে কর্মীরা।”

এর পর আরও একটা ট্যুইট করেন এই অভিনেত্রী। সেই ট্যুইটে তিনি লেখেন, ‘বাংলার জন্য সংগঠিত রাজনৈতিক কৌশল প্রয়োজন। ইউপি, বিহার মডেল এখানে চলবে না। আত্মসমালোচনা করে ত্রুটি সংশোধন করে নতুন করে শুরু করতে হবে।‘
































































































































