করােনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে জরুরি ওষুধ দেওয়ার কথা আগেই জানিয়েছিল হাসিনা সরকার । সেই অনুযায়ী করােনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রেমডেসিভির পাঠালাে বাংলাদেশ। বেনাপােল স্থল সীমান্ত দিয়ে ট্রাকযােগে ১০ হাজার রেমডেসিভির এরাজ্যেও এসেছে। এদিকে পরিস্থিতি বিবেচনা করে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানাে হতে পারে বলে জানানো হয়েছে ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের সচিব(পূর্ব) মাশফি বিনতে শামস জানিয়েছেন, বাংলাদেশের জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী দেওয়ার প্রস্তাব গ্রহণ করে ভারত জরুরি ভিত্তিতে রেমডেসিভির পাঠাতে বলেছে। সেই অনুযায়ী তা ভারতে পাঠানাে হয়েছে । এ ছাড়া ভারতের আর কী কী প্রয়ােজন, তা নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যােগাযােগ রাখছে।
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হােসেন জানিয়েছেন , বাংলাদেশের দেওয়া ওষুধ বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে । ভারতে করােনা পরিস্থিতির কারণে ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ ঘােষণা করে বাংলাদেশ। এ সময়ের মধ্যে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হলে তারা শুধু বেনাপােল, আগরতলা ও বুড়িমারি দিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে ।
স্থল সীমান্ত বন্ধ হলেও সরবরাহ ব্যাবস্থা সচল রাখতে ১২টি স্থলবন্দর দিয়ে দুই দেশের পণ্য আদান-প্রদান করা হচ্ছে। এ জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
ভারতের ট্রাক সীমান্ত অতিক্রম করার সঙ্গে সঙ্গে ভারতীয় চালক ও তার সহকারীকে যথাযথভাবে স্যানিটাইজড করা হচ্ছে। প্রতিটি ট্রাকে চালক ও সহযােগী মিলে দুজন আসার অনুমতি দিয়েছে হাসিনা সরকার ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.