দিনহাটায় আক্রান্ত উদয়ন গুহ, ভাঙল হাত, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
4

দিনহাটায় তৃণমূল কংগ্রেস (Tmc) নেতা উদয়ন গুহের (Udayan Guha) উপরে হামলা। দিনহাটা (Dinhata) বয়েজ ক্লাবের সামনে তাঁর উপর আক্রমণ হয়। মারধরের তাঁর ডান হাতে আঘাত লাগে। তিনি দিনহাটা হাসপাতালে চিকিতসাধীন তিনি। আক্রান্ত তাঁর নিরাপত্তারক্ষীও। তাঁর মাথায় আঘাত লাগে৷ অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় বলেন, বিজেপির পক্ষে থেকই এই হামলা চালানো হয়।

ভোট পরবর্তীতে উত্তপ্ত ছিল দিনহাটা। বিজেপি (Bjp) সমানে শাসকদলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তোলে। তাদের দলের কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন বলে সরব হয়েছে গেরুয়া শিবির। কিন্তু দিনহাটার ঘটনার পরে, শাসকদলের অভিযোগ রাজ্যের কারা হিংসা ছড়াচ্ছে তা এই ঘটনা থেকেই প্রমাণিত। ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ।

Advt