করোনা সংক্রমণের নিয়ন্ত্রণে এবার পূর্ণ লকডাউনের পথ বেছে নিল কেরলও। বৃহস্পতিবার কেরল সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। আগামী ৮মে সকাল ৬টা থেকে শুরু হবে লকডাউন। জারি থাকবে ১৬মে পর্যন্ত। এর আগে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাতেও অতিমারিকে বাগে আনা যায়নি। তাই সম্পূর্ণ লকডাউনকেই বেছে নিল কেরল সরকার।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেরলে সক্রিয় রোগী বৃদ্ধির জেরে অক্সিজেনের চাহিদা দ্বিগুণ বেড়েছে। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে সাহায্যের আবেদন করেছিলেন তিনি। কিন্তু বেলাগাম সংক্রমণের জেরে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৫৩ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজারেরও বেশি। বেলাগাম সংক্রমণের জেরেই এই লকডাউন বলে সরকারের তরফে জানানো হয়েছে।






























































































































