কুস্তিগিরের মৃত্যু ঘিরে নাম জড়ালো অলিম্পিক্সে পদক জয়ী সুশীল কুমারের

0
1

এক কুস্তিগিরের মৃত্যু ঘিরে নাম জড়ালো অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগির সুশীল কুমারের( sushil kumar)। এই ঘটনার জেরে সুশীলের নামে অভিযোগও দায়ের হল উত্তর দিল্লিতে। বেশ কিছু কুস্তিগিরের মধ্যে ঝগড়া এবং তা থেকে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। তার জেরেই প্রাণ হারালেন এক যুবক।

দিল্লি পুলিশের তরফে জানান হয়েছে, ছত্রসাল স্টেডিয়ামে দুই ব্যক্তির মধ্যে ঝামেলার জেরে  গুরুতর আত হয়েছেন সাগর কুমার নামক এক যুবক। সাগর কুমারকে  প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু বুধবার সকালে তিনি মারা যান। এছাড়াও পুলিশ সুত্রে জানানো হয়েছে সুশীল,সাগর, অমিত এবং আরও কয়েকজন কুস্তিগিরের মধ্যে ঝগড়া হয়। এবং মারামারি হয় স্টেডিয়ামে গাড়ি রাখার জায়গায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ কুস্তিগির। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

মৃত্যুর আসল কারণ এখনও ঠিক করে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সাগর এবং সোনু মাহালের মধ্যে ঝগড়া থেকে মাররামারি শুরু হয়। গুরুতর আহত হয়ে পড়েন সাগর। পরে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাজস্থানের রঞ্জি দলের ক্রিকেটার বিবেক যাদব

Advt