রাজ্যে করোনার দাপট অব্যহত। প্রতিদিন হু হু করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছেও মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৪৩১। মৃত্যু হয়েছে ১১৭ জনের। সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪১২ জন। এ নিয়ে সুস্থতার হার ৮৫.৫৯ শতাংশ। এনিয়ে রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ৮ লক্ষ ৩২৮ জন। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ২২ হাজার ৭৭৪ জন।
আক্রান্তের নিরিখে পয়লা নম্বরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে ৩,৯২২ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শহরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,৮৮৭ জন। কলকাতায় একদিনে ৩৩ জন এবং উত্তর ২৪ পরগনার ৩৬ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এর পরেই রয়েছে হাওড়া। সেখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। দক্ষিণ ২৪ পরগণায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩৭ জন। কলকাতার সঙ্গে রাজ্যের প্রায় সব জেলাতেই বাড়ছে করোনার দাপট।
আরও পড়ুন- পোর্টালে কৃষকদের নাম উঠেছে, কিষাণ নিধির টাকা দিক কেন্দ্র: মোদিকে চিঠি মমতার





























































































































