রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেও। এবার আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ১৮ হাজারের গণ্ডি! গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের।
বুধবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণে পড়েছেন ১৮ হাজার ১০২ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৮৭২। এর ফলে এই মুহূর্তে বঙ্গে করোনাজয়ীদের শতকরা গিয়ে দাঁড়াল ৮৫. ৪১ শতাংশে।
এদিকে গত ২৪ ঘন্টায় সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা উত্তর ২৪ পরগনায়। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৮২। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে গত একদিনে আক্রান্ত ৩ হাজার ৯৭৩। তবে দুই জেলাতেই কমেছে মৃতের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৭ জনের ও কলকাতায় মৃত্যু হয়েছে ২৫ জনের।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পাশাপাশি করোনার দাপট ক্রমশ বাড়ছে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিম বর্ধমান, নদিয়ার মতো জেলাতেও। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় ৯৯৪ জন, হুগলিতে ৯৮৬ জন, দক্ষিণ ২৪ পরগণায় ৯৯৩ জন, পশ্চিম বর্ধমানে ৮৮৭ জন ও নদিয়ায় ৮৬৯ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন।
আরও পড়ুন- নাড্ডার ‘গরম কথা’র পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের হুঁশিয়ারি চিঠি মুখ্যসচিবকে





























































































































