দেশজুড়ে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে প্রতি ২৪ ঘন্টায় আগের ২৪ ঘন্টার রেকর্ড ভেঙে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ১১৩ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জন করোনা রোগীর। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন।
এ পর্যন্ত দেশে মোট মৃত ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৮ জন। গতকাল পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১৬ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ৩৩৯ জন মানুষে।



































































































































