ক্ষমতায় ফিরেই সরকারি কর্মচারীদের সুখবর শোনালেন মমতা

0
3

শপথ নিয়েছেন বুধবার। আর বৃহস্পতিবারই রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, সরকারি কর্মীচারীদের অ্যাড-হক(Ad-hok) বোনাস (Bonus) দেওয়া হবে।

৩৬০০০ টাকা পর্যন্ত যাঁদের বেতন তাঁরা সাড়ে চার হাজার টাকা অ্যাড-হক বোনাস পাবেন।

৪৫০০০টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা ১২০০০ টাকা বিনা সুদে অগ্রিম পাবেন।

পেনশনভোগীরা অ্যাডহক বোনাস নয়, তাঁরা এক্সগ্রাসিয়া পাবেন। যাঁদের বেসিক পেনশন ও ডিএ মিলিয়ে ৩১০০০টাকা মধ্যে পেনশন রয়েছে, তাঁরা ২৫০০টাকা এক্সগ্রাসিয়া পাবেন।

মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের আগেই প্রাপ্য টাকা পেয়ে যাবেন। বাকিরা ২৭-এ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে পাবেন অ্যাড-হক বোনাস পাবেন। অর্থদফতরের তরফে নির্দেশিকায় খুশি রাজ্য সরকারি কর্মীরা।

Advt