“করোনা আর কোনও মজার ব্যাপার নয়” টুইটারে বললেন রায়না

0
3

দেশে করোনার (corona) ভয়াবহ রূপ দেখে উদ্বেগ প্রকাশ করলেন সুরেশ রায়না( suresh raina)। এই মুহূর্তে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। দেশ জুড়ে হাসপাতালে শয্যা, অক্সিজেনের জিনিসের অভাব দেখে উদ্বেগ প্রকাশ করলেন রায়না। এত অসহায় অবস্থা আগে কোনওদিন দেখেননি বলে জানান সিএসকের এই ক্রিকেটার।

এদিন টুইটারে রায়না লেখেন,”করোনা আর কোনও মজার ব্যাপার নয়! অনেক জীবন ঝুঁকির সামনে রয়েছে। এত অসহায় আগে কখনও লাগেনি। আমরা যতই সাহায্য করতে চাই না কেন, কিছু না কিছু ঠিকই কম পড়ছে। একে অপরের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচানোর জন্য এ দেশের প্রতিটি মানুষের কুর্নিশ প্রাপ্য। সবাই সর্তক থাকুন। এই পরিস্থিতিতে সবাই সাবধানে থাকুন।”

চেন্নাই শিবিরে করোনা প্রবেশ করায় এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছে গোটা সিএসকে টিম।

আরও পড়ুন:বিসিসিআইয়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে  জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ

Advt