হুগলিতে বিজেপির ‘সন্ত্রাস’, খুন তৃণমূল কর্মী

0
1

হুগলির (Hoogli) আরামবাগ মহকুমায় 4টি আসনে বিজেপি (Bjp) জেতার পর থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, খানাকুল জুড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস করছে বলে অভিযোগ। এক তৃণমূল (Tmc) কর্মীকে খুন করেছে তারা। মৃতের নাম গোপাল পাত্র (Gopal Patra)। ঘটনায় আহত আরও দুজন। তাঁদের চুঁচুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও অভিযোগ, গোঘাট, থানাকুল, তারকেশ্বর, আরামবাগে তৃণমূল কর্মীদের উপর লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে বিজেপি। মোট ১০ জন সক্রিয় তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একজনের হাত কেটে নেওয়ায় তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদবের (Dilip Yadav) অভিযোগ, “যেভাবে বিজেপি এই খুনের নেশায় মেতে উঠেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। তৃণমূল কংগ্রেস নির্বাচনে পশ্চিমবঙ্গে অভাবনীয় সাফল্যের পর বিজেপির গুন্ডাবাহিনী রাজ্য জুড়ে এই তাণ্ডব চালিয়ে যাচ্ছে। আমি বলছি এর জবাব কিন্তু মানুষ দেবে এবং প্রশাসনকেও এব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে”।

আরও পড়ুন- নৌকবিহারে পরেরবার নিশ্চয়ই ডাকব, তথাগতকে খোঁচা ‘প্লে-বয়’ মদনের

Advt